প্রায় শেষের পথে হাওড়া ময়দানের মেট্রো কাজ! এবং এসপ্লেনেডের দিকেও কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে।
পানির তলা দিয়ে এই রুটে কবে মেট্রো চলবে সেদিকে নজর গোটা কলকাতা বাসীদের
প্রাথমিক ভাবে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে হাওড়া এবং কলকাতার ( Kolkata Metro) মধ্যে যাত্রা অনেক সহজ হবে।
খুবই সহজে এক পার হয়ে অন্য পারে যাওয়া আসা করা যাবে। এই পরিস্থিতিতে আসার কথাই শোনা যাচ্ছে।
কলকাতা মেট্রো: হাওড়া ময়দান থেকে কবে চলবে মেট্রো? সম্ভবত, এই বছর হাওড়া ময়দান (কলকাতা আন্ডারওয়াটার মেট্রো খোলার তারিখ) থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে।
খবর কী, পুজোর পর অর্থাৎ ডিসেম্বরে সম্ভবত বাণিজ্যিকভাবে চালু হবে এই পরিষেবা
আর সেই লক্ষ্যেই কাজ চলছে। দুটি টার্মিনাল স্টেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে সংযুক্ত।
যা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় অন্যান্য স্টেশনেও চলছে নানা ধরনের কাজ।
ইতিমধ্যে হাওড়া ময়দান, ধর্মতলা সহ বিভিন্ন স্টেশনে স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ শেষ হয়েছে।
এই গেটটি মূলত যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য। আর সেই ছবিও শেয়ার করেছে কলকাতা মেট্রো তাদের ফেসবুক পেজে।
ইতিমধ্যেই এই রুট পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিগগিরই এই রুট খুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।